Ajker Patrika

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসে অসুস্থ হয়ে নারীর মৃত্যু

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে এসে কমলা বেগম (৬০) নামের নারী মারা গেছে। তিনি গাজীপুরের পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় থেকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কমলা বেগমকে হাসপাতালে নেওয়া ছন্দা বেগম বলেন, ‘আমরা ত্রি-বার্ষিক মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পুবাইল থেকে ঢাকায় আসি সকাল ৯টায়। বেলা সাড়ে ৩টার দিকে পুবাইল যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে শাহবাগ মোড়ে আসি গাড়িতে ওঠার জন্য। শাহবাগের ফুলের মার্কেটের কাছে আসলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে যান কমলা বেগম। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

ছন্দা বেগম আরও বলেন, ‘মৃত কমলা বেগম গাজীপুরের পুবাইল থানার মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পুবাইল থানার পদহারবাইদ গ্রামে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ওই মহিলাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ মর্গে রাখা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত