Ajker Patrika

মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে ডুবে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে ডুবে যুবকের মৃত্যু 

রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিহতের নাম—মো. হামজা (১৯)। তিনি পরিবারের সঙ্গে রুপনগর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আজ সকালে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।’

এত সকালে কীভাবে তাঁরা গার্ডেনে প্রবেশ করলেন, জানতে চাইলে ওসি বলেন, ‘নিহত হামজা রুপনগর এলাকায় থাকেন। বোটানিক্যাল গার্ডেনের পেছনের দিকে একটা গেট আছে। তাঁরা সেই গেট দিয়ে প্রবেশ করেছে। পরে লেকে সাঁতার কাটতে নামে। আশপাশের এলাকার অনেকেই এখানে সাঁতার কাটতে নামে। গত বছরও এভাবে একজন মারা গেছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত