Ajker Patrika

১৪ বছর পর বিসিএসের মৌখিক পরীক্ষার ডাক পেলেন দেবদাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৪ বছর পর বিসিএসের মৌখিক পরীক্ষার ডাক পেলেন দেবদাস

প্রায় ১৪ বছরের আইনি লড়াই শেষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাক পেলেন দেবদাস বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের রায়ের প্রেক্ষিতে দেবদাস বিশ্বাসের মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

পিএসসি সূত্র জানায়, ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেবদাস বিশ্বাস। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের দিন একটি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন দেবদাস বিশ্বাস। হাইকোর্ট তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ দেয়। 

সূত্র আরও জানায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে পিএসসি। সেই আপিলেও জয়ী হন দেবদাস। পরে কমিশন তার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 

পিএসসি থেকে জানা যায়, ২০১০ সালের জানুয়ারিতে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৭ হাজার ২১৭ জন প্রার্থী। এরপর ওই বছরের ১৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত