Ajker Patrika

টানেল সড়কের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
গুঁড়িয়ে দেওয়া হলো টানেল সড়কের অবৈধ স্থাপনা। ছবি: সংগৃহীত
গুঁড়িয়ে দেওয়া হলো টানেল সড়কের অবৈধ স্থাপনা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সংযোগ সড়কের অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এবং সওজের উপবিভাগীয় প্রকৌশলী নোমান পারভেজ। এ সময় ২০টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অবৈধ এসব দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গুঁড়িয়ে দেওয়া হলো টানেল সড়কের অবৈধ স্থাপনা। ছবি: সংগৃহীত
গুঁড়িয়ে দেওয়া হলো টানেল সড়কের অবৈধ স্থাপনা। ছবি: সংগৃহীত

জানা গেছে, সড়ক বিভাগের অধীনে কর্ণফুলীর শিকলবাহা ওয়াইজংশন ক্রসিং থেকে আনোয়ারা কালাবিবি দিঘির মোড় পর্যন্ত মহাসড়কের অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করা হয়। দখলদারদের একাধিকবার এসব স্থাপনা অপসারণের জন্য লিখিত ও মৌখিকভাবে বলা হলেও কোনো কাজ হয়নি। আজ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত