Ajker Patrika

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতা বহিষ্কার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। ছবি: ভিডিও থেকে নেওয়া
শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। ছবি: ভিডিও থেকে নেওয়া

মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক পদ বাতিলসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। আজ শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে হ্যান্ডমাইকে চাঁদাবাজি ঘোষণা দেওয়া হয়। মহড়ার পরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা।

মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়েও। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত