Ajker Patrika

অনুষ্ঠিত হলো বিএসওএবির প্রথম মিট দ্য প্রেস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনুষ্ঠিত হলো বিএসওএবির প্রথম মিট দ্য প্রেস

বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের সৌন্দর্যসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি) ’। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান ক্লাবে সংগঠনটির প্রথম ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। 

আয়োজনের শুরুতে বিএসওএবির ২০২১-২০২৩ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাংবাদিকদের উপস্থিতিতে এ আয়োজনে মূল বক্তব্য দেন বিএসওএবি সভাপতি কানিজ আলমাস খান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনটির পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও দাবি উপস্থাপন করেন। বিশেষত শিল্প খাত হিসেবে সৌন্দর্যসেবা খাতে ভ্যাট সহনশীল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মিট দ্য প্রেসে বক্তব্য রাখছেন বিএসওএবি সভাপতি কানিজ আলমাস খানআয়োজনের একপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসওএবির সদস্যরা। আয়োজনে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুমনা হাসান। 

উল্লেখ্য, বিএসওএবির ২০২১-২০২৩ মেয়াদের ১৬ সদস্যের কার্যনির্বাহী প্যানেলে কানিজ আলমাস ছাড়াও আছেন— নিলুফার খন্দকার, গীতি বিল্লাহ, সুমনা হাসান, শারমিন কচি, আরিফা হোসেন, সায়রা মঈন, রাজিয়া সুলতানা, কামরুল ইসলাম, রহিমা সুলতানা রীতা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত