নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর (৩২) মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। গত রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসা থেকে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাফিনা আহমেদ তরীর মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মীরা পোস্ট দিলেও সেখানে মৃত্যুর কারণ লেখা ছিল না। এদিকে তাঁর মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তবে পরিবার বলছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
সাফিনা আহমেদ তরীর মৃত্যুর বিষয়ে আজ বিকেলে সাফিনার ছোট বোন সুচিতা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তার আগের রাতে সে খাওয়াদাওয়া করেনি। গত রোববার দুপুরে মা ঘরে ঢুকেছে। গিয়ে দেখে সে আর নেই। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’
সুচিতা আহমেদ বলেন, তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সকালে রায়েরবাজারে তাঁকে দাফন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চার বছর ধরে মদ্যপান করতেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর মায়ের সঙ্গে কথা বলে তাঁর রুমে প্রবেশ করেন। পরে রোবাবর দুপুরে তাঁর মা রুমে গিয়ে অচেতন অবস্থায় খাটের ওপরে পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অ্যালকোহল পানের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়, মাথা, কপাল ও কান স্বাভাবিক। নাকে লালচে রঙের ফেনা আছে। দুই হাতের বাহু ও দুই হাতের তালুতে কালচে ভাব আছে। বুক-পিঠ স্বাভাবিক। পেটের ডান পাশে নাভির ডান দিকে নিচের অংশে প্রায় ১ ইঞ্চি পরিমাণ কালচে রঙের দাগ আছে। দুই পায়ের টাখনুর নিচে কালচে দাগ আছে। অন্যান্য অঙ্গ স্বাভাবিক।
স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর (৩২) মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। গত রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসা থেকে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সাফিনা আহমেদ তরীর মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মীরা পোস্ট দিলেও সেখানে মৃত্যুর কারণ লেখা ছিল না। এদিকে তাঁর মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তবে পরিবার বলছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
সাফিনা আহমেদ তরীর মৃত্যুর বিষয়ে আজ বিকেলে সাফিনার ছোট বোন সুচিতা আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তার আগের রাতে সে খাওয়াদাওয়া করেনি। গত রোববার দুপুরে মা ঘরে ঢুকেছে। গিয়ে দেখে সে আর নেই। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’
সুচিতা আহমেদ বলেন, তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সকালে রায়েরবাজারে তাঁকে দাফন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চার বছর ধরে মদ্যপান করতেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর মায়ের সঙ্গে কথা বলে তাঁর রুমে প্রবেশ করেন। পরে রোবাবর দুপুরে তাঁর মা রুমে গিয়ে অচেতন অবস্থায় খাটের ওপরে পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অ্যালকোহল পানের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়, মাথা, কপাল ও কান স্বাভাবিক। নাকে লালচে রঙের ফেনা আছে। দুই হাতের বাহু ও দুই হাতের তালুতে কালচে ভাব আছে। বুক-পিঠ স্বাভাবিক। পেটের ডান পাশে নাভির ডান দিকে নিচের অংশে প্রায় ১ ইঞ্চি পরিমাণ কালচে রঙের দাগ আছে। দুই পায়ের টাখনুর নিচে কালচে দাগ আছে। অন্যান্য অঙ্গ স্বাভাবিক।
স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
১১ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে