Ajker Patrika

প্রগতি লেখক সংঘের চতুর্থ জাতীয় সম্মেলন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রগতি লেখক সংঘের চতুর্থ জাতীয় সম্মেলন শুক্রবার

‘ভয়ের মাঝে অভয় বাজাও, সাহসী প্রাণে চিত্ত জাগাও’ স্লোগানকে ধারণ করে আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের চতুর্থ জাতীয় সম্মেলন। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও নাট্যজন মামুনূর রশিদ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু ও সাধারণ সম্পাদক কবি দীপংকর গৌতম এসব তথ্য জানিয়েছেন। 

সম্মেলন উদ্বোধনের পর একটি র‍্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করবে বলে জানিয়েছে সম্মেলন প্রস্তুতি পরিষদ। র‍্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে শুরু হবে কাউন্সিল অধিবেশন।

সম্মেলন প্রস্তুতি পরিষদ আরও জানিয়েছে, এবারের সম্মেলনে সারাদেশ থেকে ৩ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। সম্মেলন উপলক্ষ্যে ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সর্বভারতীয় প্রগতি লেখক সংঘ, পাকিস্তান ও শ্রীলংকার প্রগতি লেখক সংঘ, নেপালের বাম লেখক মোর্চা।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, এমন সময়ে প্রগতি লেখক সংঘ সম্মেলনের ডাক দিয়েছে, যখন দেশে মুক্তবুদ্ধি চর্চায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা ধরনের শেকল পরানোর চেষ্টা চলছে। বদলে ফেলা হয়েছে পাঠ্যবই, গ্রেপ্তার হয়েছেন লেখকেরা।

তারা আরও বলেন, দেশে সৃজনশীল জ্ঞান ও সাহিত্য চর্চায় আরো নানা বাধা রয়েছে। মুক্তবুদ্ধি বিকাশে যে গণতান্ত্রিক রাষ্ট্র আর সমাজকাঠামো দরকার, বাংলাদেশে তা একবারে অনুপস্থিত। লেখক হিসেবে যারা পরিচিত, তারাও তেমন সোচ্চার নন বা বলার কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। এ জন্য প্রগতিশীল শিল্পী-কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাই দেশ, পৃথিবী ও মানুষের অধিকারের প্রশ্নে প্রগতিশীল লেখক-শিল্পীদের এক কাতারে দাঁড়াতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত