নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুর রহমানকে আদালতে হাজির করেন। নতুন করে রিমান্ডের আবেদন না করায় তদন্ত কর্মকর্তা আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত শুক্রবার আসাদুর রহমান আরিফকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
গত রোববার আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ নামে ওই ব্যাংকার ও তাঁর স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, ৩০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তাঁর বোন।
আহত কিশোরীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। সে অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু ওই দম্পতি তাঁকে পালাতে দেননি। ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কিশোরীকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসেন।
ফাতেমা তার কিশোরী বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে নিজে বাদী হয়ে ব্যাংকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুর রহমানকে আদালতে হাজির করেন। নতুন করে রিমান্ডের আবেদন না করায় তদন্ত কর্মকর্তা আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত শুক্রবার আসাদুর রহমান আরিফকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
গত রোববার আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ নামে ওই ব্যাংকার ও তাঁর স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, ৩০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তাঁর বোন।
আহত কিশোরীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। সে অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু ওই দম্পতি তাঁকে পালাতে দেননি। ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কিশোরীকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসেন।
ফাতেমা তার কিশোরী বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে নিজে বাদী হয়ে ব্যাংকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে