Ajker Patrika

ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায় নতুন রেলপথ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ভ্রমণপ্রেমীদের পছন্দের তালিকায় নতুন রেলপথ

মাদারীপুরের শিবচরে নবনির্মিত রেলপথে ভ্রমণপ্রেমীদের ভিড় বেড়েছে। প্রতিদিন বিকেলের অবকাশ কাটাতে অসংখ্য মানুষ ঘুরতে আসছে এই রেলপথে। ঈদের ছুটিতে এ বছর ঘুরে বেড়ানোর জায়গা হিসেবে এই এলাকার মানুষের পছন্দের প্রথমেই ছিল বাড়ির পাশ দিয়ে যাওয়া রেলপথ।

প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলপথে অবসর সময় কাটাতে দেখা যায় অসংখ্য মানুষকে। কেউ রেলপথ ধরে প্রিয়জনদের নিয়ে হাঁটছেন, কেউ বসে গল্প করছেন, কেউবা বাদাম চিবোচ্ছেন। আবার ছবি তুলতে ব্যস্ত কেউ কেউ।

গতকাল রোববার বিকেলে সরেজমিন শিবচরের রেলপথের দত্তপাড়া, পাঁচ্চর, কুতুবপুর এলাকায় গিয়ে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। রেলপথে ঘুরতে আসা এসব লোকজনের বেশির ভাগই ঈদ উপলক্ষে বাড়ি বেড়াতে আসে। অনেকে আবার আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে এসেও বিকেলে ঘুরতে বের হয়।

দর্শনার্থীদের ভিড় থাকায় ভাসমান বিক্রেতাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রও তৈরি হচ্ছে এখানে। অনেককে ঘুরে ঘুরে নানারকম মুখরোচক খাবার বিক্রি করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটারের মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতুর জাজিরা টোলপ্লাজা পর্যন্ত রেলপথ রয়েছে ৩১ কিলোমিটার।

আরও জানা গেছে, এই ৩১ কিলোমিটার রেলপথ শরিয়তপুরের জাজিরার নাওডোবা, শিবচরের কুতুবপুর, পাঁচ্চর, দত্তপাড়া, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া, মালিগ্রাম, বামনকান্দা গ্রামের মধ্য দিয়ে ভাঙ্গা স্টেশন পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম, শিবচরের বাঁচামারা ও জাজিরার নাওডোবা সংলগ্ন এলাকায় নির্মাণাধীন রয়েছে জংশন।

পদ্মাসেতু পার হয়ে মাদারীপুরের শিবচর এই প্রথম রেলপথের আওতায় এসেছে। গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই রেলপথ নিয়ে স্থানীয়দের আগ্রহের শেষ নেই। প্রতিদিন বিকেলের দীর্ঘ সময় এই রেলপথে ঘুরে সময় কাটে অসংখ্য মানুষের।

রেলপথে ঘুরতে আসা শিবচরের আব্দুল কাইয়ুম নামের এক যুবক বলেন, ‘ঈদের ছুটি শেষ হলেও পরিবার নিয়ে ঢাকায় যাওয়া হয়নি। অফিস করে বুধবার বিকেলেই আবার বাড়ি এসেছি। বিকেলে সবাইকে নিয়ে রেলপথে ঘুরতে এসেছি। অনেক লোকজন আসছে এখানে। ভালোই লাগছে।’

মৌসুমি আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, ‘এখানে খালাবাড়ি বেড়াতে এসেছি। বিকেলে রেলপথে ঘুরতে বেরিয়েছি। অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে। রেলপথ উঁচু হওয়ায় বেশ বাতাস এখানে। সব মিলিয়ে ভালো লাগছে।’

শিবচরের দত্তপাড়া এলাকায় রেলপথে ঘুরতে আসা অষ্টম শ্রেণির ছাত্র শাফিন বলে, ‘পাশেই আমাদের বাড়ি। বিকেলে বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন ঘুরতে আসে। আমরাও মাঝেমধ্যে এখানে আসি। বিকেলে রেলপথ ধরে হাঁটতে ভালো লাগে।’

একজন বাদাম বিক্রেতারা বলেন, ‘ঈদ ছাড়াও প্রতিদিন বিকেলে রেলপথে সাধারণ মানুষের উপস্থিতি থাকে। তবে ঈদে প্রচুর লোকজন প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলপথের পাঁচ্চর, কুতুবপুর, নাওডোবা, দত্তপাড়া এলাকায় ঘুরতে আসে। এই সময়ে বাদাম বিক্রি অনেক বেড়েছে। অন্যান্য কাজের পাশাপাশি স্থানীয় অনেকে বিকেলে বাদাম, ঝালমুড়িসহ নানান হালকা খাবার বিক্রি করে বাড়তি উপার্জন করছেন।’

দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতু হয়ে ট্রেন যাবে রাজধানী ঢাকায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু পার হয়ে গত ৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চলাচল করে মাওয়া স্টেশন পর্যন্ত। ট্রেন চালু হলে এই এলাকার লোকজন কম খরচে রাজধানী ঢাকায় যাতায়াত করতে পারবে। তাই এই অঞ্চলে রেলপথ ঘিরে বাড়তি আগ্রহ সাধারণ মানুষের মনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত