নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।
২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ।
আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।
বরখাস্ত হওয়া ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে প্রদীপের বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৩০ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন প্রদীপের আইনজীবী। আজ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।
২০২০ সালের ২৩ আগস্ট দুদক প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। গত বছরের ২৬ জুলাই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এরপর অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন প্রদীপ।
আদালতে ওসি প্রদীপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
উল্লেখ্য, মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা হামলায় আরও কয়েকজনের সঙ্গে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। অন্য আসামিদের সঙ্গে তিনি এখন কারাগারে রয়েছেন।
ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা।
৪ মিনিট আগেকাকে কখন কুপিয়ে রক্তাক্ত করবেন, তা আগেই ফেসবুক লাইভে এসে জানিয়ে দিতেন ওয়াহিদুজ্জামান তানভীর নামে এক যুবক। শুধু জানান দিয়েই নীরব থাকেননি, এ পর্যন্ত সাত-আটজনকে কুপিয়ে পঙ্গু করার মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। তানভীরের ভয়ে দিনের পর দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া, চণ্ডীপাশা ও রসুলপুর
১২ মিনিট আগেভোলার লালমোহন উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে মো. কবির হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির হোসেন ওই গ্রামের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।
১৬ মিনিট আগে