Ajker Patrika

সরকার যেকোনো বন্দীর ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে: কায়সার কামাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯: ৫৮
সরকার যেকোনো বন্দীর ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে: কায়সার কামাল 

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(৬) ধারায় সুস্পষ্ট বলা আছে, সরকার চাইলে যেকোনো সময় নির্দেশনা দিয়ে যেকোনো বন্দীর ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সেটি শর্তযুক্ত বা শর্তহীনও হতে পারে। খালেদা জিয়ার ক্ষেত্রে শর্ত যুক্ত করে দিয়েছে। এই শর্তটা তুলে নিলেই হয়। আর আইনের যে ব্যাখ্যা করা হয়েছে, সেটি রাজনৈতিক ব্যাখ্যা। রাজনৈতিক কারণে সরকার আইনে দেওয়া ক্ষমতাটি ব্যবহার করছে না।

আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে কায়সার কামাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আইনমন্ত্রীর বক্তব্যের পরপরই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কায়সার কামাল বলেন, খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তিনি যদি বিদেশে যান ও সুস্থ হন, তিনি কি বিদেশে থাকবেন? জরুরি অবস্থার সময় যখন অন্য একজন বিদেশে চলে গেলেন, তখনো খালেদা জিয়া দেশ ছাড়েননি। খালেদা জিয়ার রাজনীতির অভিধানে আপস, অনৈতিক ও অন্যায়ের কোনো শব্দ নেই। তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জানতে চাইলে কায়সার কামাল বলেন, খালেদা জিয়া রাষ্ট্রপতির আদেশে বের হননি। এখনো নির্বাহীর অধীনে আছেন। এর কারণ শর্তযুক্ত মুক্তি। অতএব ওনার সব দায়দায়িত্ব নির্বাহীকেই বহন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত