Ajker Patrika

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বন্দীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। ওই ব্যক্তির নাম রতন মিয়া (৭০)। কিশোরগঞ্জের কটিয়াদী থানার একটি হত্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন তিনি। 

ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. লুৎফর রহমান জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতর গুরুতর অসুস্থ হয়ে পড়েন রতন মিয়া। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত