Ajker Patrika

রাজধানীতে দলীয় কোন্দলে স্বেচ্ছাসেবক লীগের নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০: ১৭
Thumbnail image

রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার লালকুঠি এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শাহ আলম (৩৫) ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগড়াকান্দা এলাকায়। তাঁর বাবার নাম সৈয়দ আলী। তিনি দারুস সালামের লালকুঠির দ্বিতীয় কলোনির নুর ইসলামের বাসার ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।

থানার পুলিশ জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে দারুস সালাম সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে মারামারি হয়। এ সময় শাহ আলকে ছুরিকাঘাত করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে, এখনো চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত