Ajker Patrika

জাবির সাবেক উপাচার্য আলাউদ্দিন আহমদ মারা গেছেন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জাবির সাবেক উপাচার্য আলাউদ্দিন আহমদ মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘ড. আলাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার চাচা শ্বশুর হন। তিনি আজ বেলা ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। রাত ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ পাকুন্দিয়ার পথে রওনা হবে। বুধবার সকাল ১০টায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। 

আগামীকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরুদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। 

ড. আলা উদ্দিন আহমেদ কিশোরগঞ্জ-২ (তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর) আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে প্রথমবার উপনির্বাচনে তিনি জয়ী হন। এ ছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

শোক বিবৃতিতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় নৌ কমান্ডো, শিক্ষাবিদ, অজাতশত্রু রাজনীতিবিদ প্রফেসর আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মতো একজন নিরেট দেশপ্রেমিকের শূন্যতা সহজে পূরণ হবে না। 

তিনি মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও অগণিত ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত