Ajker Patrika

মামলা করতে ফের আদালতে জেমস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪: ৫৩
মামলা করতে ফের আদালতে জেমস

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে ঢাকার আদালতে হাজির হয়েছেন দেশের শীর্ষ সংগীত তারকা নগর বাউলের জেমস। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান।

আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, জেমস মামলা করতে এসেছেন। আদালতে মামলা দাখিল করেছেন। কিছুক্ষণের মধ্যে শুনানি হবে।

জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করছেন।

এর আগেও তিনি একই আদালতে মামলা করতে এসেছিলেন। আদালত তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি মামলা না করে ফিরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত