Ajker Patrika

রাজধানীতে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত ছাত্রের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫: ৫২
রাজধানীতে স্কুলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত ছাত্রের মৃত্যু

রাজধানীর কদমতলী এলাকার পলাশপুর আইডিয়াল স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত ওই শিক্ষার্থীর নাম রিয়ান বাদশা (১৫)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বনগ্রামের ফারুক হোসেনের ছেলে। পলাশপুর ৫ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকত রিয়ান। 

হাসপাতালে আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিয়ান বাদশা স্কুলের সামনে জাতীয় পতাকা টানাচ্ছিল। তখন পতাকার সঙ্গে থাকা স্টিলের পাইপ পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে সে। দ্রুত তাকে নিয়ে ঢাকা মেডিকেলে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কদমতলী থেকে এক স্কুলছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন, স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয় সে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত