Ajker Patrika

বিমানে নারী ক্রুকে যৌন হয়রানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।

বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।

এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।

এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।

বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।

এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত