বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১ মে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাত্রা এবং ৩ মে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার ফিরতি ফ্লাইটে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। অভিযোগকারী ওই নারী ফ্লাইট স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন। ৪ মে বিমানের এক ফ্লাইট পার্সারের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জমা দেন, যিনি ওই ফ্লাইটেই কর্মরত ছিলেন।
বিমানের পরিচালক (গ্রাহক সেবা) ও চিফ অব ফ্লাইট সেফটির কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই নারী ক্রু উল্লেখ করেন, ফ্লাইট চলাকালে ওই ফ্লাইট পার্সার হঠাৎ করে খুব কাছাকাছি এসে ফিসফিস করে কথা বলতে শুরু করেন, যা তাঁকে অপ্রস্তুত করে তোলে এবং তিনি নিরাপত্তাহীন বোধ করেন। ওই ফ্লাইট পার্সার এমন সব মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ।
এসব আচরণ তাঁকে মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ফেলে এবং নিরাপত্তাহীনতায় ভোগায়।
এ বিষয়ে অভিযুক্ত ফ্লাইট পার্সার আজকের পত্রিকাকে বলেন, এমন অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। গ্রাহক সেবা থেকে এখনো তাঁকে কিছু জানানো হয়নি।
বিমানের গ্রাহক সেবা বিভাগ সূত্র বলছে, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই ফ্লাইটে অন্য যেসব ক্রু ছিলেন, তাঁদের বক্তব্য নিয়েছে গ্রাহক সেবা বিভাগ।
এ বিষয়ে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক মো. রাশেদুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনসংযোগ বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রাওশন কবির বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ফ্লাইট পার্সারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালানবিরোধী টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় গরু, সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ, পান, মসলা, ভারতীয় শাড়ি ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। জব্দ করা মালপত্রের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেনাটোরের লালপুরে হাট-বাজার ইজারার নামে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী। রোববার (২৫ মে) উপজেলার লালপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
৪ ঘণ্টা আগেচরবগুলা ঘাটের ব্যবসায়ী শেখ ফরিদ জানান, বিকেলে মাছটি নিয়ে ট্রলারটি ঘাটে এলে সবাই দেখতে আসে। ঘাটে অনেক মানুষ জমায়েত হয়। পরে এটি স্থানীয় এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা কেজি মূল্যে কিনে নিয়ে যান।
৪ ঘণ্টা আগে