Ajker Patrika

মালিবাগে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ জুন ২০২১, ১৮: ৩২
মালিবাগে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ নিহত ৩

ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। মৃতরা হলেন- সাবিনা পাখি (১০), ঝুমা (১৪) ও আবুল হোসেন (৬৫)। 

পাখির মা কুলসুম আক্তার জানান, পাখি স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। দুপুরে বৃষ্টির সময় পাখি পাশের বাসার ঝুমার সঙ্গে বাসার সামনে খেলছিল। এ সময় ঘরের লোহার দরজায় হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পরে। ঝুমা পাখিকে ধরতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এ সময় এক বৃদ্ধ তাদের বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পাখিকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যায়। আর ঝুমা ও আরেক ব্যক্তিকে অন্য হাসপাতালে নিয়ে যায়। হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়ে।  অচেতন অবস্থায় পাখিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক পাখিকে মৃত ঘোষণা করেন। আর শিশু ঝুমা ও আবুলকে ওয়ারলেস গেট কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। নিহতদের বাসার সামনে বিদ্যুতের খুঁটি আছে। বৃষ্টির সময় পোলের ওপর বজ্রপাত হয়। সে সময় তাদের বাসাও বিদ্যুতায়িত হয়ে পরে। এতে তিনজন আহত হয়। পাখিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। আর ঝুমা ও বাড়ির দারোয়ান আবুল হোসেনকে কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
  
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত