Ajker Patrika

নিশো ও মেহজাবিনসহ ছয়জনের বিরুদ্ধে সমন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২০: ৪৪
Thumbnail image

‘ঘটনা সত্য’ নাটকের সংলাপ ও সেটা নিয়ে টকশোতে আলোচনার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরীসহ ছয়জনের প্রতি সমন জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান সমন জারির এই নির্দেশ দেন।

অন্য যাদের প্রতি সমন জারি করা হয়েছে তারা হলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু ও পরিচালক রুবেল হাসান।

‘ঘটনা সত্য’ নাটক এবং টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে গত বছর ১১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা হয়। এই দুটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই গত বছর ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। বাদী এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে নারাজির আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের অব্যাহতি দেন। ওই আদেশের বিরুদ্ধে বাদী রিভিশন মামলা দায়ের করেন যার শুনানি শেষে আজ আদালত সমন জারি করেন। আগামী বছর ২৫ এপ্রিল নিশো মেহজাবিনসহ ৬ জনকে আদালতে জবাব দিতে হবে।

বশির আল হোসাইন নামের একজন প্রতিবন্ধী অধিকার কর্মী মামলা দুটি করেন। তার আইনজীবী আল মামুন রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বেআইনি হয়েছে বলে আমরা দায়রা আদালতে ওই আদেশ রিভিশন চেয়েছি। আদালত আবেদন গ্রহণ করে ৬ জনের প্রতি সমন জারি করেছেন।’

মামলার বিষয়বস্তু ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে গত বছর ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এর আগেও নাটকটি নিয়ে সমালোচনা হয়েছিল।

চ্যানেল আইয়ের ঈদের আয়োজনে ‘ঘটনা সত্য’ নাটকটি প্রচারের পর প্রযোজনা সংস্থা সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিওর (সিএমভি) ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিশেষ শিশুদের নিয়ে ‘অবৈজ্ঞানিক বার্তা’ প্রচারের অভিযোগ ওঠার পর তুমুল বিতর্কের মধ্যে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।

মামলার আরজিতে বলা হয়েছে, ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে’।

চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এ এই নাটক বিষয়ে প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা করায় ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছিল। ওই মামলায়ও সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত