Ajker Patrika

শ্রীনগরে মিক্সচার মেশিনের ফিতা পেঁচিয়ে নির্মাণশ্রমিক নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৫: ০৯
শ্রীনগরে মিক্সচার মেশিনের ফিতা পেঁচিয়ে নির্মাণশ্রমিক নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে কংক্রিট ও সিমেন্টের মিক্সচার মেশিনের ফিতায় পেঁচিয়ে মো. মফিজুল (৪০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন পদ্মা সেতু রেলসংযোগ লাইনের বেজগাও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মফিজুলের গ্রামের বাড়ি রংপুরে। তবে তিনি উপজেলার ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেঁজগাও এলাকায় নির্মাণাধীন রেলস্টেশনের ঢালাই কাজ চলছিল। এ সময় মো. মফিজুল মিক্সচার মেশিনের ফিতার সঙ্গে পেঁচিয়ে যান এবং আহত হন। এরপর অন্য শ্রমিকেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে ওই নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলী মো. রাজনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। 

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের বলেন, ‘আমরা খবর শুনে ঘটনাস্থলে এসেছি। কিন্তু আমাদের আসার আগেই মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই এখনো বিস্তারিত জানা যায়নি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত