নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার সকালে আটকের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তারিকুজ্জামান বলেন, চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণ রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা–কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তরুণ বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। উত্তরে তরুণ বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’
এরপর তরুণটি সেখান থেকে চলে যান।
রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আজ বুধবার সকালে আটকের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তারিকুজ্জামান বলেন, চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারীবাগ এলাকায়।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণ রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা–কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তরুণ বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। উত্তরে তরুণ বলেন, ‘নাম দিয়ে কী হবে?’
ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’
গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’
এরপর তরুণটি সেখান থেকে চলে যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজ থেকে এই কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত তিন নেতাকে পুনরায় পদ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেপঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত গত শুক্রবার তাদের চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের।
২০ মিনিট আগেগাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ভোর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
৩১ মিনিট আগেনাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদুল ইসলামের হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে। বাবা ধারালো অস্ত্র দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর থেকে বাবা শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
১ ঘণ্টা আগে