Ajker Patrika

ঢামেক টিকিট কাউন্টারের পেছন থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৫২
ঢামেক টিকিট কাউন্টারের পেছন থেকে মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট কাউন্টারের পেছন থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে টিকিট কাউন্টারের পেছনের আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, ‘বেলা তিনটার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের পেছনে আমগাছের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখি। পরে শাহবাগ থানায় বিষয়টি অবহিত করা হয়।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন বলেন, ‘হাসপাতালের ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এবং এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাই। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।’

উপপরিদর্শক আরও বলেন, ‘হাসপাতালের কয়েকজনের মাধ্যমে জানতে পারি, কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল চত্বরে ওই ব্যক্তিকে দেখতে পায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত