Ajker Patrika

ফারমার্স ব্যাংকের বাবুল চিশতির জামিনের আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৭: ১০
Thumbnail image

ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান পৃথক আদেশে জামিন নামঞ্জুর করেন।

দুদকের বিশেষ পিপি আহমেদ মীর আব্দুস সালাম জামিন আবেদনের নাম মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

২০১৯ সালে দায়ের করা তিন মামলায় তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাবুল চিশতীর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩৪ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করা হয়।

দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অর্জন ও পাচারের অভিযোগে তাঁর স্ত্রী, ছেলে রাশেদুল হক চিশতী ও তাঁর মেয়ের বিরুদ্ধে ২০১৮,২০১৯, ২০২০ এবং ২০২১ সালে আরও ১৫টি মামলা হয়।

ঋণ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বাবুল চিশতীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ২০১৮ সালের ১০ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে দুদক।

২০২১ সালের ৯ নভেম্বর চার কোটি টাকা মানিলন্ডারিংয়ের মামলায় বাবুল চিশতীকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেকটি আদালত। একই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত