Ajker Patrika

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবা খুন, ২ ছেলে আহত

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১: ২২
Thumbnail image

মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হন দুই ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তোলকাই বড় কড়ইগাছের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আঘাতে তোলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলীম হোসেন (৫৫) ও তাঁর দুই পুত্র শুভ (৩৫) ও শান্তকে (১৩) পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলীমকে মেরে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। 

স্থানীয় লোকজন জানান, রাত ২টায় আলীম ও তাঁর দুই পুত্র উপজেলার বড়দিয়ায় আলীমের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এমন সময় পথে তোলকাই কড়ইগাছের সামনে সশস্ত্র ছিনতাইকারী দলের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা রাস্তার ওপর মোটা রশি বেঁধে তাঁদের পথরোধ করে থামিয়ে তিনজনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় আর সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আলীম হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। আমার ভগ্নিপতি আলীম হোসেন সেখানেই মৃত্যুবরণ করেন।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত