টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হন দুই ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তোলকাই বড় কড়ইগাছের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের আঘাতে তোলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলীম হোসেন (৫৫) ও তাঁর দুই পুত্র শুভ (৩৫) ও শান্তকে (১৩) পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলীমকে মেরে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, রাত ২টায় আলীম ও তাঁর দুই পুত্র উপজেলার বড়দিয়ায় আলীমের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এমন সময় পথে তোলকাই কড়ইগাছের সামনে সশস্ত্র ছিনতাইকারী দলের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা রাস্তার ওপর মোটা রশি বেঁধে তাঁদের পথরোধ করে থামিয়ে তিনজনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় আর সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলীম হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। আমার ভগ্নিপতি আলীম হোসেন সেখানেই মৃত্যুবরণ করেন।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু হয় আর গুরুতর আহত হন দুই ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তোলকাই বড় কড়ইগাছের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের আঘাতে তোলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলীম হোসেন (৫৫) ও তাঁর দুই পুত্র শুভ (৩৫) ও শান্তকে (১৩) পথরোধ করে ছিনতাই করার সময় বাধা দিলে ছিনতাইকারীরা পিতা আলীমকে মেরে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, রাত ২টায় আলীম ও তাঁর দুই পুত্র উপজেলার বড়দিয়ায় আলীমের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এমন সময় পথে তোলকাই কড়ইগাছের সামনে সশস্ত্র ছিনতাইকারী দলের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীরা রাস্তার ওপর মোটা রশি বেঁধে তাঁদের পথরোধ করে থামিয়ে তিনজনকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দেয় আর সেখানেই তাঁর মৃত্যু হয়। আহত পুত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলীম হোসেনের শ্যালক এস এম মানিক বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ও দুই ভাগনে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা রাস্তায় মোটা রশি বেঁধে পথরোধ করে মোটরসাইকেল থামিয়ে মারধর করে সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভগ্নিপতিকে রাস্তার পাশের ডোবার পানিতে ফেলে দেয়। আমার ভগ্নিপতি আলীম হোসেন সেখানেই মৃত্যুবরণ করেন।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সোর্স নিয়োগসহ তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় থেকে অষ্টমীতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় শেরপুরে দৃশ্যমান উন্নয়নের ব্যবস্থা করা না হলে জেলার সব কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়।
৩ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন।
৭ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে—সে গণতন্ত্র আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে।’
১৬ মিনিট আগে