Ajker Patrika

ধানমন্ডিতে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক যুবকের, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০০: ৫৮
ধানমন্ডিতে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এক যুবকের, আটক ২

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এবং ককটেল সদৃশ বস্তুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

একজনের নাম হালিম রাজ (২৬)। তিনি ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা মো. বাহার উদ্দিনের ছেলে। বর্তমানে ঢাকার শেরে বাংলা নগর থানাধীন কালিবাড়ী পশ্চিম রাজাবাজারে থাকেন।

অন্যজনের নাম আব্দুল হালিম (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পর পাড়াগাছা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। বর্তমানে রামপুরায় রিকশা চালান এবং রিকশার গ্যারেজে থাকেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে গান ও কবিতা লিখে এবং ভিডিও এডিটিং করে জীবিকা নির্বাহ করেন। তাঁর ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা কবিতা ও গান পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গেছেন। কিন্তু কেউ তাঁকে প্রশ্রয় দেননি। 

পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করেন।

হালিম রাজের অভিযোগ, কবিতা ও গান প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ করেননি। ক্ষোভে তিনি এই কাজ করেন। 

বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখছে। দুই যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত