Ajker Patrika

ধানমন্ডিতে নিজ ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ঢামেক প্রতিবেদক
ধানমন্ডিতে নিজ ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় নিজ ফ্ল্যাট থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তানজিম তাসনিয়া (২৬)। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি মডেলিং করতেন। 

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯ / ১ নম্বর রোডের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে স্বজনেরা প্রথমে ইবনে সিনা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী বলেন, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাঁদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জান্নাতুল ফেরদৌসী বলেন, তানজিম মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তাঁর পরিবারের মাধ্যমে জানা গেছে, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন। কারও কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, সেটি এখনো জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত