নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।
রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।
হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
ঢাকা: সম্প্রতি ভারত থেকে আসা দুইজন কোভিড আক্রান্ত হলেও তারা ভারতীয় ভ্যারিয়েন্টের শিকার কি–না তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকেই আলাদা রাখা হয়েছে।
রোববার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
ডিএনসিসি হাসপাতালের পরিচালক বলেন, তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। ভ্যারিয়েন্ট শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
এর আগে ঈদের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালটির পরিচালকেরর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ভারতফেরত দুইজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। পরদিন পরিচালক সংবাদটি সঠিক নয় বলে জানান।
আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়। আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হয়েছে। তারা রিপোর্ট দিলে স্বাস্থ্য অধিদপ্তর সেটির ব্যাপারে বিস্তারিত জানাবে।
হাসপাতালে বর্তমান ভর্তি রোগীর চিত্র তুলে ধরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাসপাতালে এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও ভর্তি রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ৪০ জন আছেন আইসিইউতে। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীবাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১০ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১২ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৫ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৫ ঘণ্টা আগে