হাসপাতালে করোনার রোগী কমে অর্ধেক, আইসিইউ ফাঁকা
করোনার দ্বিতীয় ঢেউয়ে জুলাইয়ে হওয়া সর্বোচ্চ তাণ্ডবের প্রভাব ছিল চলতি আগস্টের শুরু পর্যন্ত। এই সময়ে দেশের হাসপাতালগুলোতে ছিল করোনা রোগীদের হাহাকার। সাধারণ শয্যা থেকে শুরু করে একটি আইসিইউ পেতে স্বজনদের ঘুরতে হয়েছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে।