ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর বনের ভেতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ভাই আজ মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করলে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল গফুর (৫০)। তিনি উপজেলার মালেঙ্গা বড়চালা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সেলিনা তার স্ত্রী এবং দেওপাড়া ইউনিয়নের মাকড়াই গ্রামের কুবাদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন সেলিনা বেগম। পরে মালেঙ্গা এলাকায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। বিষয়টি তাঁর স্বজনদের জানালে সেলিনা বেগমের ভাই আব্দুল মান্নান গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর ভাই মান্নান বাদী হয়ে আজ (মঙ্গলবার) হত্যা মামলা দায়ের করেছেন।’
নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার বোন গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল। বেশ কিছুদিন ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে তাঁর কলহ চলছিল। যার কারণে আমার বোন গত তিন মাস ধরে আমার বাড়িতে থাকত। গত রোববার রাত থেকে সে না থাকায় ভেবেছিলাম তাঁর স্বামীর বাড়িতে গেছে। পরদিন সোমবার সকালে তাঁর স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর থেকে আমরা খোঁজ শুরু করি। অবশেষে আমার বোনের লাশ বনের ভেতরে পাওয়া যায়।’
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুল গফুরকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।’
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর বনের ভেতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ভাই আজ মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করলে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল গফুর (৫০)। তিনি উপজেলার মালেঙ্গা বড়চালা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সেলিনা তার স্ত্রী এবং দেওপাড়া ইউনিয়নের মাকড়াই গ্রামের কুবাদ আলীর মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন সেলিনা বেগম। পরে মালেঙ্গা এলাকায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। বিষয়টি তাঁর স্বজনদের জানালে সেলিনা বেগমের ভাই আব্দুল মান্নান গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর ভাই মান্নান বাদী হয়ে আজ (মঙ্গলবার) হত্যা মামলা দায়ের করেছেন।’
নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার বোন গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল। বেশ কিছুদিন ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে তাঁর কলহ চলছিল। যার কারণে আমার বোন গত তিন মাস ধরে আমার বাড়িতে থাকত। গত রোববার রাত থেকে সে না থাকায় ভেবেছিলাম তাঁর স্বামীর বাড়িতে গেছে। পরদিন সোমবার সকালে তাঁর স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর থেকে আমরা খোঁজ শুরু করি। অবশেষে আমার বোনের লাশ বনের ভেতরে পাওয়া যায়।’
এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুল গফুরকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।’
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৪২ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪৪ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে