Ajker Patrika

বনের ভেতর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
বনের ভেতর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের একদিন পর বনের ভেতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর ভাই আজ মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করলে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল গফুর (৫০)। তিনি উপজেলার মালেঙ্গা বড়চালা গ্রামের বাসিন্দা। গৃহবধূ সেলিনা তার স্ত্রী এবং দেওপাড়া ইউনিয়নের মাকড়াই গ্রামের কুবাদ আলীর মেয়ে। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন সেলিনা বেগম। পরে মালেঙ্গা এলাকায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে গিয়ে কয়েকজন নারী মরদেহটি দেখতে পায়। বিষয়টি তাঁর স্বজনদের জানালে সেলিনা বেগমের ভাই আব্দুল মান্নান গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

ঘাটাইল থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই)  মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের গলায় ওড়না প্যাঁচানো  ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর ভাই মান্নান বাদী হয়ে আজ (মঙ্গলবার) হত্যা মামলা দায়ের করেছেন।’ 

নিহতের ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার বোন গত রোববার রাত থেকে নিখোঁজ ছিল। বেশ কিছুদিন ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে তাঁর কলহ চলছিল। যার কারণে আমার বোন গত তিন মাস ধরে আমার বাড়িতে থাকত। গত রোববার রাত থেকে সে না থাকায় ভেবেছিলাম তাঁর স্বামীর বাড়িতে গেছে। পরদিন সোমবার সকালে তাঁর স্বামীর বাড়িতে খোঁজ নিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর থেকে আমরা খোঁজ শুরু করি। অবশেষে আমার বোনের লাশ বনের ভেতরে পাওয়া যায়।’

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী আব্দুল গফুরকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত