ঢামেক প্রতিবেদক
রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাজীব (৩৩) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনায় থাকা অন্তত ১২ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, লেগুনা চালক রাজীবের বাবার নাম মমতাজ হোসেন। সূত্রাপুর নারিন্দা কোম্পানীগঞ্জ এলাকায় স্ত্রী ডালিয়া আক্তার ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লেগুনা যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। লেগুনায় অন্তত ১২ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে মৃতের নাম পরিচয় জানা যায়নি। পরে তার পকেটে থাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাজীব (৩৩) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনায় থাকা অন্তত ১২ যাত্রী।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, লেগুনা চালক রাজীবের বাবার নাম মমতাজ হোসেন। সূত্রাপুর নারিন্দা কোম্পানীগঞ্জ এলাকায় স্ত্রী ডালিয়া আক্তার ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লেগুনা যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। লেগুনায় অন্তত ১২ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে মৃতের নাম পরিচয় জানা যায়নি। পরে তার পকেটে থাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
জোটের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই
১ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
৪ মিনিট আগেনিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
১৫ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে