Ajker Patrika

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে লেগুনা চালক নিহত

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাজীব (৩৩) নামের এক লেগুনা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনায় থাকা অন্তত ১২ যাত্রী।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, লেগুনা চালক রাজীবের বাবার নাম মমতাজ হোসেন। সূত্রাপুর নারিন্দা কোম্পানীগঞ্জ এলাকায় স্ত্রী ডালিয়া আক্তার ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

লেগুনা যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। লেগুনায় অন্তত ১২ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারটেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে মৃতের নাম পরিচয় জানা যায়নি। পরে তার পকেটে থাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত