Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী স্বপন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৮: ৪০
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী স্বপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে সুষম বণ্টনের মধ্যে দিয়ে দেশে সমতাভিত্তিক সমাজ উন্নয়নের নিদর্শন করে গেছেন। পাকিস্তানপন্থী একটি দুষ্ট চক্র বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতার চেতনা ধ্বংস করতে চেয়েছিল। আবার খুনি মোশতাক সামরিক জান্তা জিয়া ও এরশাদ এ ক্ষেত্রে কিছুটা সফলও হয়েছিল।’

আজ বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগরে জিউ মন্দির পুনঃ সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী স্বপন বলেন, দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব অনেক ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আবার তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে পূর্ণ প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুকন্যা আছেন বলেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও উন্নয়নশীল গতির দেশ হিসেবে বিশ্বে আলোচিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ জাতি কখনোই সাম্প্রদায়িক ছিল না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন।’ 

শ্রীশ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ ও দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি (সাবেক সচিব) দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। 

আরও বক্তব্য দেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ, শ্রীনগর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক, ছাত্র-যুব ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি তাপস কুমার দাস, রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ ব্যাপারী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলরাম বাহাদুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত