Ajker Patrika

গেন্ডারিয়ায় জুতা রাখা নিয়ে হাতাহাতিতে ভাইয়ের হাতে ভাই খুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গেন্ডারিয়ায় জুতা রাখা নিয়ে হাতাহাতিতে ভাইয়ের হাতে ভাই খুন 

ঘরের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে ঝগড়া। এক পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে গড়ালে বড় ভাই দিলিপের আঘাতে প্রাণ হারান ছোট ভাই মিঠু। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া এলাকার কালীচরণ রোডের এক বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাবি রীনা ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বুধবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে নিহত মিঠুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’  

এসআই মোস্তাফিজ আরও বলেন, ‘নিহতের কপাল, দুই হাত ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’ 

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া এলাকার কালীচরণ রোডের ২৭/২ বাসায় জুতা রাখ নিয়ে ভাই দিলীপ ও তার স্ত্রী রীনা ঘোষের সঙ্গে ঝগড়া হয় নিহত মিঠুনের। একপর্যায়ে বড় ভাই দিলীপ ও তাঁর স্ত্রী রীনা মিলে মারধর করে মিঠুকে। এ সময় মিঠু অচেতন হয়ে পড়লে, স্বজনরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল ইনিস্টিউট হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ভাই উত্তম ঘোষ বলেন, তাঁরা গেন্ডারিয়া এলাকার স্থানীয় বাসিন্দা। বুধবার রাতে বাসায় জুতা রাখাকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। পরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই মারা যায়। ময়নাতদন্ত শেষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে। 

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। এর পরপরই ওই ঘটনায় জড়িত নিহতের বড় ভাবি রীনা ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত