Ajker Patrika

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা: মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা: মেয়র আতিকুল

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। 

আজ বুধবার রাতে রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী 'বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব' এর অষ্টম দিনে চট্টগ্রাম এবং রংপুর বিভাগের অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এক সময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশই এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাইতো লোকমুখে শোনা যায়, যত দিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। 

মেয়র বলেন, সবার ঢাকা অ্যাপস ব্যবহার করে যেকোনো নাগরিক সড়কবাতি, ময়লা-আবর্জনা, ম্যানহোলের ঢাকনা প্রভৃতি সমস্যা নিয়ে তাঁর অভিযোগ কিংবা মতামত খুব সহজেই ডিএনসিসির নিকট উপস্থাপন করে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পেয়ে যান। 

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত