Ajker Patrika

ইউনুছ আলী আকন্দকে ফের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ইউনুছ আলী আকন্দকে ফের জরিমানা

ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।

আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।

বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত