Ajker Patrika

বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মে ২০২৫, ০৩: ৩৩
ক্যাপ: রোববার রাতে রাজধানীর হৃদরোগ হাসপাতালে বিএনপি নেতা সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও নেতা-কর্মীরা।ছবি: সংগৃহীত
ক্যাপ: রোববার রাতে রাজধানীর হৃদরোগ হাসপাতালে বিএনপি নেতা সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও নেতা-কর্মীরা।ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই যুবক মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে সাধন গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুজন শুটার এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাধন মাটিতে পড়ে যায়। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত