নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধা ও যুবদলের মিছিলে লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপির নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করে দলটি। বেলা ৪টা থেকেই ধীরে ধীরে সভাস্থলে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর চেষ্টা করতেই পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে তাঁরা মিছিল করে ফিরে যাওয়ার চেষ্টা করলে সেখানে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
একই সময় মহানগর যুবদলের সাবেক নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলের দিকে আসলে সেখানে লাঠিপেটা করে পুলিশ। এতে জোসেফ, শওকত খন্দকার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেন যুবদল কর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে না পেরে রাস্তায় অবস্থান করছিলাম। পুলিশ সেখান থেকেও আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে। যুবদলের নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে। অথচ প্রধানমন্ত্রী বলেছিলেন সকল রাজনৈতিক দল বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে। বাস্তবে তাদের কথা ও কাজে মিল নেই। আমরা পুলিশের এই আচরণের নিন্দা জানাই।’
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালন করতে চেয়েছিল। আমরা তাঁদের সভাস্থল থেকে সরিয়ে দিয়েছি কেবল।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধা ও যুবদলের মিছিলে লাঠিপেটার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপির নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করে দলটি। বেলা ৪টা থেকেই ধীরে ধীরে সভাস্থলে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। সমাবেশ শুরুর চেষ্টা করতেই পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে তাঁরা মিছিল করে ফিরে যাওয়ার চেষ্টা করলে সেখানে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
একই সময় মহানগর যুবদলের সাবেক নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলের দিকে আসলে সেখানে লাঠিপেটা করে পুলিশ। এতে জোসেফ, শওকত খন্দকার সহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেন যুবদল কর্মীরা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা পুলিশি বাধায় কর্মসূচি পালন করতে না পেরে রাস্তায় অবস্থান করছিলাম। পুলিশ সেখান থেকেও আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়েছে। যুবদলের নেতা-কর্মীদের মিছিলে লাঠিপেটা করেছে। অথচ প্রধানমন্ত্রী বলেছিলেন সকল রাজনৈতিক দল বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে। বাস্তবে তাদের কথা ও কাজে মিল নেই। আমরা পুলিশের এই আচরণের নিন্দা জানাই।’
এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি পালন করতে চেয়েছিল। আমরা তাঁদের সভাস্থল থেকে সরিয়ে দিয়েছি কেবল।’
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
১ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৬ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৬ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৬ ঘণ্টা আগে