Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ সাবেক শিল্পমন্ত্রী নূরুলের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি: সংগৃহীত
সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তাঁর স্ত্রী নাদিরা মাহমুদের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মামলার এজাহার থেকে জানা গেছে, সাবেক এই শিল্পমন্ত্রীর বিরুদ্ধে ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৩টি ব্যাংক হিসাবে ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় তাঁর স্বামী নূরুল মজিদকেও আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নাদিরা মাহমুদ তাঁর স্বামী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত