Ajker Patrika

রাজধানীতে গায়েহলুদ থেকে ফেরার পথে দুই ভাইসহ ৪ জনের ওপর হামলা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় সহোদর ভাই হাসান-হোসাইন ও তাঁদের দুই বন্ধু রতন ও মিঠু আহত হন। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা হাসানের মাথা, ঘাড়, কাঁধ ও হাতে একাধিক কোপ দেয়। রতন ও মিঠুকে বেধড়ক মারধর ও হোসাইনকে গুরুতর জখম করা হয়।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যক্তিরা সম্পর্কে বন্ধু হন। তাঁদের মধ্যে হাসান (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় হাসানের বাবা আতাউর রহমান গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামিরা হলেন মোহাম্মদ হাফেজ, অনিক, শুভ, মিনহাজ, সাকিব, আরিফ, ফালান, বক্কর, আব্দুল্লাহ, আবির, সিয়াম ও জিদান। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত