Ajker Patrika

ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ নবনিযুক্ত জবি উপাচার্যের

জবি প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৪৩
ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ নবনিযুক্ত জবি উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানাতে অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য রেজাউল করিম বলেন, ‘সবাই শুভেচ্ছা জানাতে আসতে পারবেন। কাউকে কোনো নিষেধ নেই। কিন্তু ফুল না নিয়ে আসার জন্য অনুরোধ থাকবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘অনেক ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে, অনেক রক্ত ঝরেছে, আবার বন্যাও হলো। অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা। সে জন্য আমাদের খেয়াল রাখতে হবে শুভেচ্ছা জানানোটা যেন উদ্‌যাপনের পর্যায়ে চলে না যায়।’ 

এর আগে, আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নিয়োগ পাওয়া প্রথম উপাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত