Ajker Patrika

জামায়াত-শিবির নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনকে স্বাগত জানাল ৫ ছাত্রসংগঠন 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২২: ৫৪
জামায়াত-শিবির নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনকে স্বাগত জানাল ৫ ছাত্রসংগঠন 

বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাঁর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করায় স্বাগত জানিয়েছে পাঁচ ছাত্রসংগঠন। আজ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের পাঁচটি সংগঠনের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। 

সভা শেষে যৌথ বিবৃতিতে স্বাগত জানানো সংগঠনগুলো হলো—বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র ঐক্য। 

সভায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করায় বাংলাদেশের ছাত্রসমাজ স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল সাংগঠনিক পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসেবে তালিকা প্রকাশ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, কোচিং সেন্টারসহ মৌলবাদী-সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত সব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান। 

যৌথ বিবৃতি দেওয়া নেতৃবৃন্দ হলেন—ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলান দাস আলো, সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আহ্বায়ক  রবিন হোসেন জয় ও জাতীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক  শাহিনুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত