Ajker Patrika

ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, বোনের কলে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভাইয়ের আত্মহত্যার চেষ্টা, বোনের কলে উদ্ধার করল পুলিশ

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ভাই। দেখে ফেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন বোন। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। 

ঘটনাটি ঘটেছে রাজধানীর হাতিরঝিলের মধুবাগ এলাকায়। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ফোন পায় জরুরি সেবা সেল। হাতিরঝিল থানা পুলিশ দ্রুত গিয়ে দরজা ভেঙে যুবককে উদ্ধার করে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ থেকে এক নারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান, তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করেছে। কনস্টেবল আব্দুল্লাহ মনসুর কলটি রিসিভ করেন। মনসুর তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরে ৯৯৯ ডিসপ্যাচার এসআই জয়ন্ত ঘরামী কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধারের পদক্ষেপ নেন। 

আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশের একটি দল দ্রুত গিয়ে মধুবাগের একটি বহুতল ভবনের ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করে। দরজার ভাঙার আগেই আত্মহত্যার চেষ্টাকারী যুবক (২৫) দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানা যায়। 

পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত