Ajker Patrika

স্যাংশন মোকাবিলার সামর্থ্য আমরা রাখি: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ১৪: ১০
স্যাংশন মোকাবিলার সামর্থ্য আমরা রাখি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বাস্তবসম্মত এই বাজেট অপ্রতিরোধ্য গতিতে বাস্তবায়িত হবে। আমরা স্যাংশনকে ভয় পাই না। যেকোনো স্যাংশনই দিক, আমরা তা মোকাবিলার সামর্থ্য রাখি।’

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চবিদ্যালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যবস্থাপনায় ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সেবা কার্যক্রম রাত ৯টা পর্যন্ত চলবে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি বলে উচ্চাভিলাসী বাজেট। আমরা বলি শেখ হাসিনাই উচ্চাভিলাসী। শেখ হাসিনা বাংলাদেশকে আরও উচ্চ স্থানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই বাস্তবসম্মত বাজেট তৈরি করেছেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘এই বাজেট কৃষিবান্ধব বাজেট। বাজেটে কৃষি গবেষণা ও উন্নত জাতের বীজ ব্যবস্থাপনার জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যাতে কৃষিনির্ভর এই বাংলাদেশের প্রত্যেক কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। শেখ হাসিনা বলেন, পেটে খাবার থাকলে মুখে হাসি থাকে। সেই হাসি ফোটানোর জন্যই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের পরিচালক মিজানুর রহমান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সহসভাপতি মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত