Ajker Patrika

ভুয়া সাংবাদিকদের তালিকা করাসহ ৬ দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯: ০০
Thumbnail image

ভুয়া সাংবাদিকদের শনাক্ত করে তাঁদের নামের তালিকা করাসহ ৬ দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। 

সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ছড়াকার আবু সালেহ। এতে ৭০-৮০ জন উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের কল্যাণে ছয় দফা দাবি তুলে ধরা হয়। 

দাবিগুলো হলো, জাতীয় প্রেসক্লাবে যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দিতে হবে, ভুয়া সাংবাদিকদের নামের তালিকা দিতে হবে, জাতীয় প্রেসক্লাবকে তার গঠনতন্ত্রের মধ্যে চলতে হবে, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে, সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, মুক্ত সাংবাদিকতার অন্তরায় সব কালাকানুন প্রত্যাহার করতে হবে এবং বিগত সময়ের চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শওকত মাহবুব, জাতীয় সাংবাদিক ফোরামের সদস্যসচিব জাহাঙ্গীর আলম প্রধান, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কবি মাহমুদ শফিক, সিনিয়র সাংবাদিক চন্দন সরকার, সিনিয়র সাংবাদিক শামসুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত