Ajker Patrika

প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় অভিমানে কিশোরীর আত্মহত্যা 

তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় অভিমানে কিশোরীর আত্মহত্যা 

প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী (১৫)। মঙ্গলবার গভীর রাতে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের শালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ইমনকে (১৯) আটক করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শালবাড়ি গ্রামের দুখু মণ্ডলের মেয়ে ও বনগাঁ চক রহমত উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তারের (১৫) সঙ্গে গত এক বছর ধরে পাশের চৌরখৈর এনায়েতপুর গ্রামের রহিমের ছেলে ডিশ লাইনের মিস্ত্রি ইমনের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে জাকিয়ার পরিবারের লোকজন প্রেমের বিষয়টি জানতে পারলে বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে টালবাহানা করছিলেন ইমন। গত মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রেমিক ইমন জাকিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জাকিয়া। মঙ্গলবার দিনগত গভীর রাতে প্রেমিকা জাকিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় জাকিয়া। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা দুখু মণ্ডল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক ইমনকে বুধবার দুপুরে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত