নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃণমূল বিএনপি নেতা শমশের মুবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ৯২/এ মসজিদ রোডের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন অভিযোগ বা মামলায় তাঁকে আনা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গতকাল বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় শমশের মুবিন চৌধুরীকে। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়।
জানা গেছে, শমশের মুবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি।
সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।
তৃণমূল বিএনপি নেতা শমশের মুবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর ৯২/এ মসজিদ রোডের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কোন অভিযোগ বা মামলায় তাঁকে আনা হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গতকাল বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় শমশের মুবিন চৌধুরীকে। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়।
জানা গেছে, শমশের মুবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি।
সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।
মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ওষুধ সেবন করে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন।
৩ মিনিট আগেমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি পলায়নের শামিল।
১২ মিনিট আগেগোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
১৭ মিনিট আগে