Ajker Patrika

ছাত্রসংগঠনের সমাবেশে হিন্দি গান শুনলে কষ্ট পান তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২১: ৫৫
Thumbnail image

রাজনৈতিক দলের ছাত্রসংগঠনে হিন্দি গান বাজানো বা গায়েহলুদের অনুষ্ঠানে বিজাতীয় গানের সঙ্গে উদ্দাম নৃত্য করার সংস্কৃতি তথ্যমন্ত্রীকে অনেক পীড়া দেয়। নাচগান, বেশভূষায় দেশীয় সংস্কৃতির চর্চা না হওয়ায় কষ্ট পান তিনি। 

আজ সোমবার বাংলা একাডেমিতে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমি যখন কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সমাবেশে হিন্দি গান শুনি, সেটি আমাকে প্রচণ্ড পীড়া ও কষ্ট দেয়। বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে হিন্দি গানের তালে তালে আমাদের ছেলেমেয়েরা নাচে। অথচ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেখানে বিজাতীয় সংস্কৃতি লালনপালন করছি।’ 

বেশভূষায়ও দেশীয় সংস্কৃতির প্রভাব উঠে যাওয়া নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আসি, বিশেষ করে ছাত্রীদের বেশভূষার সঙ্গে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রছাত্রীদের সঙ্গে মিল খুঁজে পাই না। সে জন্য মৌলিক সংস্কৃতিচর্চা আমাদের বাড়াতে হবে। সারা দেশে সংস্কৃতিচর্চার ঢেউ বয়ে দিতে পারলে সে ঢেউয়ে অপসংস্কৃতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা ভেসে যাবে। সে কাজটি করার সময় এসেছে।’ 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘একাত্তরের পরাজিত অপশক্তি, পঁচাত্তরের খুনি, ২০০১ থেকে ২০০৬ সালে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এখনো তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল বুনছে। অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাজটা শুধু রাজনীতিবিদদের নয়। এ জন্য সবাইকে প্রতিদিন সতর্ক থাকতে হবে।’ 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে সে চ্যালেঞ্জ নিতে সক্ষম হব। আগামীর ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের। আমাদের প্রত্যাশা, সবাই দেশমাতৃকার জন্য কাজের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হলে তাকে যথার্থ সম্মান দেওয়া হবে।’ 

অনুষ্ঠানে সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভুইয়ার সভাপতিত্বে শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এইচএম আশিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত