Ajker Patrika

মাঠে ঢুকে সাকিবকে কুর্নিশ করা সেই ভক্তের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠে ঢুকে সাকিবকে কুর্নিশ করা সেই ভক্তের জামিন

মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে অধিনায়ক সাকিব আল হাসানকে কুর্নিশ করা সেই তরুণের জামিন দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম জামিনের এ আদেশ দেন। 

আরাফাত নামে ওই তরুণকে গতকাল শুক্রবার স্টেডিয়াম এলাকা থেকে আটক করে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান। 

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, ‘ওই তরুণ সাকিব আল হাসানের একনিষ্ঠ ভক্ত। গ্রাম থেকে এসেছেন। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে গিয়ে সাকিবের পা জড়িয়ে ধরেন। এখানে তাঁর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাঁর কাছ থেকে কোনো কিছু উদ্ধারও করা হয়নি।’ 

জামিন পাওয়ার পর আইনজীবী সঙ্গে সেই তরুণমামলায় বলা হয়, ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। এ সময় পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন সাকিব আল হাসান। মিরপুরের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে ঢুকে পড়েন ওই তরুণ। দৌড়ে সাকিবের কাছে চলে যান। কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তা কর্মীরা ওই তরুণকে মাঠের বাইরে নিয়ে যায়। এ সময় কিছুক্ষণের জন্য খেলাও বন্ধ থাকে। 

পরে ওই তরুণকে পুলিশের সোপর্দ করা হয়। মাঠে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত