Ajker Patrika

রাজধানীর ভাষানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯: ৪৮
রাজধানীর ভাষানটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকার একটি নির্মাণাধীন ভবনের চারতলায় সেফটি টিন ছিঁড়ে নিচে পড়ে জুলহাস মৃধা (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ভাষানটেকের টোনারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মনির হোসেন জানান, জুলহাস মৃধা স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।

ভাষানটেকের টোনারটেক এলাকার একটি নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলার বাইরের দিকে সেফটি টিনের ওপর দাঁড়িয়ে স্যানিটারি পাইপ লাগানোর কাজ করছিলেন জুলহাস। তখন টিন ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মনির হোসেন আরও জানান, মৃত জুলহাসের বাড়ি ঢাকা জেলার দোহারে। টোনারটেক এলাকায় একটি মেসে থাকতেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জুলহাসকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁর সহকর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত