ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় বাবরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ফটো কার্ড করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফটো কার্ডটি তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে রিপ্লেতে কটূক্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যর স্কিনশর্ট ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠান। এ ছাড়া তিনি ম্যাসেজটি স্থানীয় আওয়ামী লীগের আরও অনেকের কাছে পাঠান।
বঙ্গবন্ধুকে কটূক্তি করে বাবরের দেওয়া ম্যাসেজের স্কিনশর্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বাবরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কেন করেছেন—তা আমার বোধগম্য নয়। আমি বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। এ জন্য তাঁকে (বাবর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বলেন, ‘কাশেদুল হক বাবর দলের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতির পিতাকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য করেছেন—তা দলের শৃঙ্খলা পরিপন্থী। তার এ বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে কাশেদুল হক বাবর বলেন, ‘এটি আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডি ওই দিন হ্যাক হয়েছিল। এই মর্মে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘কাসেদুল হক বাবরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তা আমরা তদন্ত করছি।’
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় বাবরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ফটো কার্ড করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফটো কার্ডটি তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে রিপ্লেতে কটূক্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যর স্কিনশর্ট ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠান। এ ছাড়া তিনি ম্যাসেজটি স্থানীয় আওয়ামী লীগের আরও অনেকের কাছে পাঠান।
বঙ্গবন্ধুকে কটূক্তি করে বাবরের দেওয়া ম্যাসেজের স্কিনশর্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বাবরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কেন করেছেন—তা আমার বোধগম্য নয়। আমি বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। এ জন্য তাঁকে (বাবর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বলেন, ‘কাশেদুল হক বাবর দলের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতির পিতাকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য করেছেন—তা দলের শৃঙ্খলা পরিপন্থী। তার এ বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে কাশেদুল হক বাবর বলেন, ‘এটি আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডি ওই দিন হ্যাক হয়েছিল। এই মর্মে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘কাসেদুল হক বাবরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তা আমরা তদন্ত করছি।’
রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেমাদারীপুরের শিবচরে বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারে এ আগুন লাগে। তা নেভাতে গিয়ে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
২৩ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪০ মিনিট আগেনগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৮ ঘণ্টা আগে